Society of Poetry and Indian Music

News & Events

Back to Events Archive Page

SaudhaTalk: In conversation with Kabir Suman

Saturday 3 April 2021 4pm (UK)

 

আধুনিক বাংলা গানে নতুন-স্বর বা প্রতিস্বর নির্মাণ, আবার অন্যদিকে, বাংলা গানের মর্ম, ধর্ম এবং প্রকরণেও যিনি সঞ্চার করেছেন এক আশ্চর্য অভিনতুনত্ব, কী বাংলা আধুনিক গানে, কী বাংলা খেয়াল-গানের মত যুগান্তকারী ধারণা, উদ্যোগ ও কর্ম-প্রবাহ দিয়ে তৈরি করেছেন এক বিস্ময়কর নিজস্ব ভুবন; এক সম্পূর্ণ প্রাতিস্বিক বলয়; এবারের সৌধ-আলাপচারিতায় থাকছে, আধুনিক বাংলা গানের এই মহান দিকপাল, শিল্পী কবীর সুমনের সঙ্গে বাংলা খেয়াল বিষয়ক তার বৈপ্লবিক ধারণা নিয়ে অন্তরঙ্গ কথোপকথন, উপরন্তু বাংলা খেয়ালের কিছু নমুনা-পরিবেশনাও।

 

সৌধ পরিচালক টি এম আহমেদ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এই ভার্চুয়াল অধিবেশনের কেন্দ্রীয় উপজীব্য হিসাবে থাকছে - বাংলা খেয়ালঃ ঐতিহ্য, বিকাশ এবং সম্ভাবনা।
এই বিশেষ এবং গুরুত্বপূর্ণ কথোপকথন সরাসরি সম্প্রচারিত হবে যুক্তরাজ্য সময় বিকেল ৪টা, ভারতীয় সময় রাত সাড়ে আটটা এবং বাংলাদেশ সময় রাত নয়টায়, সৌধ বাংলা মিউজক ফ্যাস্টিভালের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে।

 

The event page: 

 SaudhaTalk: In conversation with Kabir Suman | Facebook

Venue: From Apr 3, 2021 to Apr 3, 2021 in

Brochure/Poster

Photo Gallery

Movie